চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে এবার রাশিয়ার সেনাবাহিনীর অন্তত তিনজন অধিনায়ক নিহত হয়েছেন বলে দাবি করেছে পশ্চিমা দেশের কর্মকর্তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম শুক্রবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা গর্ডন কোরেরা জানাচ্ছেন, রুশ ৩১ কম্বাইন্ড আর্মস আর্মির উপপ্রধান এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
একজন ডিভিশনাল কমান্ডার এবং রেজিমেন্টাল কমান্ডারও নিহত হন। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
রুশ বাহিনীর একাধিক অধিনায়ক সৈন্য নিয়ে রণক্ষেত্রের অনেকখানি সামনে চলে গিয়েছেন। তাদের লক্ষ্য আরও বেশি ইউক্রেনিয়ান এলাকা দখল করা।
তারা নিজেরা ব্যক্তিগতভাবে সম্মুখভাগে চলে যাওয়ার পর অনেকেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছেন।