যে শঙ্কায় দীর্ঘ দুই যুগ পাকিস্তানে পাড়ি দেয়নি অস্ট্রেলিয়া, সেই বোমা হামলায় এবার শঙ্কায় চলমান দুই দলের টেস্ট সিরিজ। সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও হামলার ধরনটি তারা পর্যবেক্ষণ করছে বলে অস্টেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
দীর্ঘ ২৪ বছর পর শুক্রবার (০৪ মার্চ) মাঠে গড়িয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। দুই দলের ক্রিকেটাররা রাওয়ালপিন্ডিতে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তখন পেশোয়ায় ভয়াবহ বোমা হামলা।
মসজিদে আত্মঘাতী ওই বোমা হামলায় নিহতের সংখ্যা ৫০, আর আহত প্রায় ৮০ জন। এমন অবস্থায় আরেকবার নিরাপত্তা শঙ্কায় পড়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার বহুল প্রতীক্ষিত সিরিজটি। যদিও দুই দল ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন মাঠে নেমেছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পাঁচ দিনের টেস্ট ম্যাচটি এবং পুরো সিরিজটি সফলভাবে সম্পন্ন হয় কি না সেটাই এখন সবচেয়ে শঙ্কার বিষয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন। তবে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়। সিডনি মর্নিং হেরাল্ডের সাংবাদিক টম ডিসেন্ট জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে ঐতিহাসিক সিরিজটি সফলভাবে সম্পন্ন করতে। দুই বোর্ড জানিয়েছে হামলাটি তাদের সিরিজে কোনো ব্যাঘাত ঘটাতে পারবেনা।’
অবশ্য অস্ট্রেলিয়া নিরাপদ বোধ করার যৌক্তিক কারণও রয়েছে। হোটেল থেকে মাঠ পর্যন্ত তারা প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকে। তাছাড়া ২০১৯ সালের পর থেকে পাকিস্তান অস্ট্রেলিয়াকে দিয়ে ষষ্ঠ টেস্ট সিরিজ আয়োজন করল। আগের পাঁচটি সিরিজই সফলভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডি থেকে ১৮৪ কিলোমিটার দূরে পেশোয়ারে। আর অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলবে ৩টি করে টেস্ট, ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। রাওয়ালপিন্ডি ছাড়াও সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। যদি ঘটনা পেশোয়ারে ঘটত তাহলে চিত্রটা ভিন্নও হতে পারত।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অস্ট্রেলিয়ার সিরিজ চলমান থাকবে আশা ব্যক্ত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।
তবে শঙ্কায় বিষয় হচ্ছে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অজি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তাছাড়া ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ চলাকালে। যেখানে খেলতে উদগ্রীব অজি ক্রিকেটাররা। সব মিলিয়ে সিরিজের সবকটি ম্যাচ মাঠে গড়ায় কি না সেটাই এখন দেখার বিষয়।