রড মার্শের মৃত্যুতে শুক্রবার (৪ মার্চ) সকালে দুঃখ প্রকাশ করা অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন বিকেলেই না ফেরার দেশে চলে গেলেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই জানানো হয়।
শেন ওয়ার্ন মারা যাওয়ার কিছু সময় পর তার ফেসবুক পেজ থেকেই তার অসংখ্য ভক্তদের জন্য পাঠানো হলো একটি বার্তা। ওই বার্তাতে কিংবদন্তি এই ক্রিকেটারের মৃত্যুর কথাটি জানানো হয়েছে।
শেন ওয়ার্নের ভেরিফাইড ফেসবুক থেকে তার স্বজনদের কেউ অথবা তাদের নির্দেশেই হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা ছোট বার্তায় শেন ওয়ার্নের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সাথে ছোট করে জুড়ে দিয়েছে মৃত্যুর কারণটাও।
যে পোস্টে বলা হয় ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি আজ শুক্রবার শেন কেইথ ওয়ার্ন থাইল্যান্ডের কোহ সামুইতে (সন্দেহজনক) হার্ট অ্যাটাকে মারা গেছেন। শেন ওয়ার্নকে তার বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়, মেডিকেল স্টাফরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে তিনি বেঁচে ফেরেননি।’
এদিকে ওয়ার্নের মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবার তার ফেসবুক পেজে ওয়ার্নের মৃত্যুকে একজন লিজেন্ডের বিদায় উল্লেখ করে লেখেন, ‘শেন ওয়ার্ন ছিলেন ক্রিকেট বিশ্বে সেরা বোলারদের একজন।’
মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে ওয়ার্নের আত্মার শান্তি কামনা করে লেখেন, ‘শেন ওয়ার্নের মৃত্যুর খবরে আমি বিস্মিত! খুব অল্প সময়ে চলে গেলেন…।
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লেখেন, ‘এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ক্রিকেট বিশ্বের জন্য অনেক বড় ক্ষতি। তিনি জাদুকরি স্পিন দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আপনাকে সব সময় মিস করব শেন ওয়ার্ন।’
এদিকে সাকিব আল হাসান লেখেন, ‘ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুতে আমি শোকাহত। যতদিন ক্রিকেট আমাদের মাঝে বেঁচে থাকবে, এই স্পিন জাদুকরও থাকবেন আমাদের হৃদয়ে।’
শুক্রবার সকালেই রডকে নিয়ে টুইট করেছিলেন ওয়ার্ন। টুইটে তিনি লিখেছিলেন, ‘মার্শের মৃত্যুর খবরে বেশ দুঃখ পেয়েছি। তিনি ছিলেন কিংবদন্তি, অনেক তরুণের কাছে তিনি অনুপ্রেরণা। ক্রিকেটের বেশ যত্ন করতেন মার্শ। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ক্রিকেটকে তিনি অনেক দিয়েছেন। তার জন্য অনেক অনেক ভালোবাসা।’