বরিশালে ট্রাকচাপায় মোটর মেকানিক নিহত
মোঃরাজীব কাজী,স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল:বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় বিক্রম বেপারী (১৮) নামের এক মোটর মেকানিক নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে বরিশাল-ঢাকা মহাসড়কে ভুরঘাটাগামী একটি বেপরোয়া গতির ট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাজনা গ্রামের কালাম বেপারীর ছেলে বিক্রম।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, পেশায় মোটর মেকানিক বিক্রম একটি মোটরসাইকেলটি মেরামত শেষে সেটি মহাসড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এসময় বিপরিত দিক বরিশাল থেকে ভুরঘাটার উদ্দেশে ছেড়ে আসা বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেকানিক বিক্রমের মৃত্যু ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। সেই সাথে ট্রাকটি আটক করে নিয়ে আসে।’