মনপুরায় মালবাহী টেম্পু উল্টে খাদে পড়ে আহত ২
মোঃ হোসেন,স্টাফ রিপোর্টারঃ-
ভোলার মনপুরায় মালবাহি টেম্পুগাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার দু’জনই আহত হয়েছেন। উপজেলার হাজির হাট বাজার থেকে টাটা কোম্পানির ব্যাটারির পানি নিয়ে সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত দু’জনকে মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের আলমনগর ক্রসড্যাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ২ জন হলেন, গাড়ির চালক সোহেল (৩০) ও হেলপার রাজিব (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীর হাট ইউনিয়নের জাহাঙ্গীরের টেম্পু গাড়ি নুরজাহান পরিবহন ব্যাটারির পানি বোঝাই করে হাজীর হাট বাজার থেকে সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় যাচ্ছিলো। আলমনগর ক্রসড্যাম এলাকায় রাস্তা ভাঙ্গা ও ঝূঁকিপূর্ণ হওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি খাদে পড়ে দুমড়ে মুছড়ে যায়। এতে গাড়ির চালক ও হেলপার কিছুটা আহত হন। তবে খাদে পানি না থাকায় জানমালের বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে উল্টে খাদে পড়ে যাওয়া গাড়িতে থাকা মালামাল খালাস করে গাড়িটি উদ্ধার কার্যক্রম চলছে।