ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় কিয়েভের প্রতিনিধি দলের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) এমন তথ্য দিয়েছে ইউক্রেনের কয়েকটি সূত্র।
আরটির খবরে বলা হয়েছে, বিতর্কিত এমপি ও সাংবাদিক আলেক্সান্ডার দুবিনস্কি প্রথমে ডেনিস কিরিভ নামের ওই আলোচকের মৃত্যুর খবর দিয়েছিলেন।
সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ’র এজেন্টরা কিরিভকে হত্যা করেছে। তারা তাকে আটক করতে চেয়েছিলেন।
পরবর্তী সময়ে ইউক্রেন ডটইউএ ও অবোজরেভাটেল নামের দুটো সংবাদমাধ্যমও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কিরিভের একটি অস্পষ্ট ছবি প্রকাশ করেছে ইউক্রেন ডটইউএ। তাতে দেখা যায়, মুখ উপর করে এক ব্যক্তি পড়ে আছেন। তার মুখমণ্ডলের রক্ত বেয়ে মাথার নিচে গিয়ে পড়েছে।
এ নিয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ওলেকসিয়া হোনচারেনকোর বরাতে ইন্টারফ্যাক্সও এমন খবর দিয়েছে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে ওলেকসিয়া হোনচারেনকো বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের প্রতিনিধি ডেনিস কিরিভকে গ্রেফতারের চেষ্টাকালে তাকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে মারাত্মক রাষ্ট্রদ্রোহের অভিযোগ ছিল।
বেলারুশে রাশিয়া-ইউক্রেনের প্রথম দফা আলোচনায় কিয়েভের প্রতিনিধি দলের একজন সদস্য ছিলেন ডেনিস কিরিভ। ওলেকসিয়া হোনচারেনকো বলেন, টেলিফোন কথোপকথনসহ তার বিরুদ্ধে উচ্চমাত্রায় রাষ্ট্রদ্রোহের অভিযোগের প্রমাণ আছে এসবিইউ’র কাছে।
তবে আনুষ্ঠানিভাবে এই তথ্য নিশ্চিত করতে পারেনি ইন্টারফ্যাক্স।
তবে ইউক্রেনের রাজনীতিবিদ ও সাংবাদিক আনাতোলি শারজি বলেন, কিয়েভের আদালত ভবনের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মাসে ইউক্রেনের টেলিভিশন চ্যানেল ভাইভ দাবি করেছে, ২০২০ সাল থেকে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে কিরিভের বিরুদ্ধে তদন্ত করছে এসবিইউ।