ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে প্রাণে বাঁচতে দেশ ছেড়ে দেশটির নাগরিকরা পালিয়ে গেলেও বিপদে পড়েছেন ইউক্রেনের অসুস্থ ও বৃদ্ধরা।
চাইলেই অন্য দেশে পালিয়ে যেতে না পারায় প্রতিক্ষণে জীবন হারানোর ভয় নিয়েই দিন কাটাচ্ছেন তারা।
হেঁটে নয়তো ট্রেনে চড়ে। যে যেভাবে পারছেন প্রাণ বাঁচাতে ছুটে চলছেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এভাবেই জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের নাগরিকরা।
সবাই যখন পালিয়ে যেতে মরিয়া হয়ে ছুটছে দিগ্বিদিক। ঠিক তখনি কোথাও যেতে না পেরে মৃত্যু ভয় নিয়ে দিন কাটাতে হচ্ছে ইউক্রেনের বৃদ্ধাশ্রমে বসবাসকারী নাগরিকদের।
শুধু বৃদ্ধরাই নয়। দেশ ছেড়ে পালাতে না পেরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের বাস্তুচ্যুত অনেকেই আশ্রয় নিয়েছেন ২০০ বছর পুরনো থিয়েটারে। আশ্রয় পেলেও রাশিয়ার হামলার ভয় নিয়েই কাটছে তাদের প্রতিটি দিন।
একজন বলেন, আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি তাদের সাহায্য করার। তাদের থাকা থেকে শুরু করে খাবার ও পেশাকের ব্যবস্থা ও করে যাচ্ছি। যেন কোনো সমস্যায় না পড়ে তারা।
ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে একের পর এক স্থাপনা ধ্বংস করে চলেছে রাশিয়া। এ কয়েক দিনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি। এ অবস্থায় সব কিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে দেশটির সাধারণ মানুষ।