মোঃএনামুলহাসান(নাঈম),
পটুয়াখালী প্রতিনিধিঃ-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম পরিচালন ও কার্যকরী কমিটি গঠন বিষয়ক কর্মশালা রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, ইএলজি প্রকল্পের ফ্যাসিলেটর মোমেন খান। প্রত্যক্ষ ভোটে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, সহসভাপতি মোসা. মাহফুজা, কোষাধ্যক্ষ মর্জিনা বেগম, সদস্য পদে মোসা.
আমেনা, মোসা সালমা, হামিদা, নাহিদা, ফাহিমা, রুপা ও জাহানুর নির্বাচিত হয়েছেন।
পদাধিকার বলে এই ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা পরিষদের নির্বাচিত নারী সদস্যদের মাধ্যমে সমাজে নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরিষদে তাদের ভূমিকা আরও জোরালো করা, নারীর প্রতি সহিংসতা ,বাল্য বিবাহ, যৌতুক প্রথা রোধ করতে এই ফোরাম গঠিত হয়েছে।