আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে ‘গুরুতর প্রভাব’ পড়ার হুঁশিয়ারি দিয়েছে।
বিবিসি এর সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (৫ মার্চ) সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, চারদিকে ব্যাপক অস্থিরতার এই সময়ে সবকিছু চরম অনিশ্চয়তার সম্মুখীন। এর কারণে অর্থনৈতিক পরিণতিও চরম আকার ধারণ করেছে। এই সংঘাত বাড়লে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্যমান মুদ্রাস্ফীতির পাশাপাশি বেড়েছে জ্বালানি ও পণ্যের দাম। রাশিয়ার বিরুদ্ধে এখন যে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তারও বিস্তৃত একটি পরিণতি হবে।
আইএমআফ বলেছে, ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে যেসব দেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তারা বিশেষ করে কঠোরভাবে সংকটে পড়বে। শরণার্থীদের প্রবাহের কারণে সৃষ্ট চাপের প্রভাবে অভাব এবং সরবরাহ ব্যাহত হওয়ার বিশেষ ঝুঁকি রয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করতে শুক্রবার (৪ মার্চ) আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠক হয়। ইউক্রেনের ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের জরুরি অর্থায়নের একটি অনুরোধ মূল্যায়ন করার জন্য বোর্ড আগামী সপ্তাহে আবার দেখা করবে বলে আশা করা হচ্ছে।