রোজায় চিনির বাজার সহনীয় রাখতে আমদানিতে শুল্ক ছাড় ১০ শতাংশ বহাল রেখেছে সরকার। এছাড়া সাধারণ সময়ে আমদানিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে।
এ বিষয়ে এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক গণমাধ্যমকে বলেন, চিনির মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ১ মার্চ থেকে কার্যকর হবে।
গত অক্টোবরে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছিল। তখন প্রজ্ঞাপনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুল্ক ছাড়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ শতাংশ শুল্ক ছাড় আগামী ১৫ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছে এনবিআর।