বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সকালে এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে নিশ্চিত করা হয়। এর আগে ৪ মার্চ বিকেলে তাকে রামপট্টি স্টেশনের ফকির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোসা: পারভিন আক্তার (২৬) কক্সবাজার জেলা টেকনাফ উপজেলাধীন অলিয়াবাদ এলাকার নুর মোহাম্মাদ চৌচির মেয়ে এবং ভোলা জেলা তজুমদ্দিন থানাধীন ০৬ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ শম্ভুপুর এলাকার মো. সেলিম উল্লাহ্’র স্ত্রী।
গোয়েন্দা পুলিশ অফিস সূত্র জানায়, তাদের একটি টিম ৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় অভিযান চালিয়ে নারীকে গ্রেপ্তার করে। এবং তার শরীর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় নারীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।’