পৃথিবীতে এক প্রজাতির মাকড়সা আছে যাদের পুরো জীবনটাই কাটে পানির নিচে। উত্তর ও মধ্য ইউরোপ এবং মধ্য এশিয়ার অগভীরে অবস্থিত এরূপ প্রজাতির মাকড়সাদের বলা হয় ডাইভিং বেল স্পাইডার।
রূপোর মতো এদের ঔজ্জ্বল্যতা। এদের ডাকা হয় ওয়াটার স্পাইডার বা জলজ মাকড়সা। শুধু পানির নীচে নয় সেই সাথে এদের শিকার, প্রজনন কার্যও চালায় পানির নীচে।
এই প্রজাতির মাকড়সারা অক্সিজেন নেওয়ার জন্য এয়ার বাবল তৈরি করে। বাবলগুলোকেই বলে ডাইভিং বেল। বাবলের ভেতরে এরা অক্সিজেন মজুদ করে রাখে। মাকড়সাগুলো নিজস্ব ডাইভিং বেল তৈরি করে শ্বাস প্রশ্বাসের কাজ করে।
আরও পড়ুন: উড়ার জন্য বৈদ্যুতিক বিমানের সবশেষ প্রস্তুতি!
ডাইভিং বেল স্পাইডারগুলো পানির নিচে থাকা উদ্ভিদের সাথে সিল্কের গম্বুজাকৃতির জাল বুনে বাসা তৈরি করে। জাল বোনার সময়টাতে এরা মূলত বায়ুভর্তি বাবল তৈরি করে।
ওয়াটার স্পাইডার প্রতি ১০-১৫ মিনিট অন্তর পানির উপরিপৃষ্ঠে উঠে আসে অক্সিজেনপূর্ণ বাবল নেওয়ার জন্য।
ডাইভিং বেল স্পাইডার মাকড়সাগুলো সাধারণত জলজ পোকা এবং ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। এদের কামড় বেশ যন্ত্রণাদায়ক। কামড়ে জ্বর, বমি, প্রচন্ড ব্যথা হতে পারে। এক থেকে দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ডাইভিং বেল স্পাইডার।