বরিশাল মেডিকেলের নার্সকে মারধর: তিন পুলিশ সদস্য ক্লোজড
বরিশাল:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে নার্সকে মারধরের ঘটনায় ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, নার্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় ট্যুরিস্ট পুলিশ বরিশালের পরিদর্শক বুলবুল আহমেদ, কনস্টেবল মো. জাভেদ এবং মো. মেহেদীকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
শেবাচিম সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বরিশাল নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়কের সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ট্যুরিস্ট পুলিশের বরিশাল জোনের পরিদর্শক (শহর ও যানবাহন) সালাউদ্দিন মামুন আহত হন। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তির জন্য আনা হয়। ভর্তি রেজিস্ট্রির ফি দেওয়ার আগে রোগীকে ডাক্তারের কাছে নেওয়া যাবে না জানালে মামুনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে নার্স সাইফুল ইসলামে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা জোর করে জরুরি বিভাগের কাউন্টারের ভেতর ঢুকে তাকে (সাইফুল) মারধর করে। মারধরের এই চিত্র হাসপাতালের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে ধরা পড়ে।