অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় তাকে বহনকারী একটি বিমানের ইঞ্জিন বিকল হয়। পরে সেটি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে জরুরি অবতরণ করে।
সংশ্লিষ্ট একটি সূত্র গত বুধবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিন বিকল হয়ে শহরে ফিরে আসার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমানটি নিউ অরলিন্স বিমানবন্দর থেকে প্রায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার) দূরে চলে গিয়েছিল।
এ সময় বিমানটিতে অন্য যাত্রীদের মধ্যে সিক্রেট সার্ভিসের এজেন্ট, সহায়তা কর্মী এবং ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা ছিলেন।
এ বিষয়ে জানতে রয়টার্স ট্রাম্পের একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেননি তিনি। সংশ্লিষ্টি বিভিন্ন সূত্রে জানা গেছে, নিউ অরলিন্সে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির দাতাদের সঙ্গে আলোচনা শেষে বিমানে করে সেখান থেকে ফ্লোরিডার পাম বিচে নিজ বাড়িতে ফিরছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টকে পৌঁছে দিতে নিজের ব্যক্তিগত ওই বিমানটি দিয়েছিলেন একজন দাতা।
গত বুধবার প্রথম এ ঘটনাটি প্রকাশ করে সংবাদমাধ্যম পলিটিকো এবং ওয়াশিংটন পোস্ট।