রমজান সামনে রেখে ব্যবসায়ীদের উস্কানি দিয়ে বিএনপি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য দেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনীতি করছে এই কুচক্রী মহল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বুকে ধারণ করেই দেশের কুচক্রী মহলের অপচেষ্টা, ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি বলেন, ৭ মার্চের ভাষণ এমন এক ভাষণ যার মধ্য দিয়েই বঙ্গবন্ধু বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির সূচনা করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতক-দালালরা এই দেশকে নব্য পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।
আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে আমাদের বুকে ধারণ করতে হবে। তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন সে দিন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপিসহ একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি ছাত্রসমাজের উদ্দেশে তিনি আরও বলেন, একটি কুচক্রীমহল দেশকে যেভাবে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের সব ষড়যন্ত্রে রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।