ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শনিবার (১২ মার্চ) স্থলবন্দরে সবধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী কমিটির নেতরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মেদ খলিফার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, শনিবার (১২ মার্চ) আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সম্মেলন প্রার্থী হয়েছেন। সেই সম্মেলন সাধারণ সম্পাদকের পক্ষে স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকেরা অংশগ্রহণ করবেন। সেজন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়টি প্রতিবেশী দেশ ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। রোববার (১৩ মার্চ) থেকে সকল কার্যক্রম পুনরায় চালু হবে। তবে স্থলবন্দর বন্ধ থাকাকালীন দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।