বাংলাদেশে খেলতে আসছে ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব। রোববার (১৩ মার্চ) বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইস্ট বেঙ্গল এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমরা ওই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছরের ১৩ মার্চ বাংলাদেশে যাব।’
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়েছিলেন শেখ রাসেলের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। সে সময় শোনা গিয়েছিল, শেখ রাসেলের এই চেয়ারম্যান ইস্ট বেঙ্গলে বিনিয়োগ করবে। বেশ কয়েকটি মৌসুম ধরেই সবকিছুতে মন্দাবস্থা চলছে ইস্ট বেঙ্গলের। গত মৌসুমে ভরাডুবির পর এবারও দলের হাল একেবারেই বদলায়নি। ফলে ক্লাব কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টেরও চলছে মনোমালিন্য। এবার আর ইস্ট বেঙ্গলে বিনিয়োগ করবে না তারা।
বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরও সায়েম সোবহান। সে প্রসঙ্গেই বিনিয়োগের বিষয়টি সামনে চলে আসে। ইস্ট বেঙ্গল তাবুতে সোবহানকে জিজ্ঞেস করা হয়, বসুন্ধরা কিং ইস্ট বেঙ্গল ক্লাবে বিনিয়োগ করবে? জবাবে সোবহান বলেছিলেন, ‘কেন নয়? হতেই পারে। ইস্ট বেঙ্গলকে আগামী দিনে আমরা সব রকম সাহায্য করতে চাই। আমরাও ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে চাই।’
সায়েম সোবহান আরও বলেন, ‘সব সময় ভেবে এসেছি ইস্টবেঙ্গল আমাদের নিজেদের ক্লাব। আর সেকারণে যখনই এই ক্লাবের পক্ষ থেকে কোনও আমন্ত্রণ আসে, তখন আর না বলতে পারি না। ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে আমাদের হৃদয় দিয়ে কাছে টেনে নিয়েছে, আশা করব যে আগামী দিনে আমাদের এই সম্পর্ক আরও মজবুত হবে। আমি আন্তরিকভাবে এই কাজে সচেষ্ট হবে। আমাদের দেশে ওদের ফুটবল খেলতে যেতে আমন্ত্রণ জানাচ্ছি।’