কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে স্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব। অনেকে ওয়ার্নকে নিয়ে স্মৃতি কথা ভাগাভাগি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়ার্নকে নিয়ে এবার আবেগঘন কথা বললেন তারই ভাতিজি তাইলা ওয়ার্ন।
ইনস্টাগ্রামে এক পোস্টে শুক্রবার (১১ মার্চ) তাইলা বলেন, ‘সাম্প্রতিক কিছু বিষয় আমাকে শিখিয়েছে এই জীবনে কোনো কিছুই ছোট নয়, কোনো কিছুকেই অবজ্ঞা করা যাবে না। প্রিয়জনকে ধরে রাখুন এবং বুঝিয়ে দিন সে আপনার কাছে কতটুকু অর্থপূর্ণ।’
তাইলা আরও বলেন, ‘শেন আঙ্কেল, আপনি সারা জীবন আমার হৃদয়ে থাকবেন, যদিও এখন আপনার আর আমার মধ্যে অনেক দূরত্ব। স্বর্গ আরেকজন পরী পেল। আমরা আপনাকে নিয়ে গর্বিত।’
থাইল্যান্ডের কোহ সামুইয়ে ৪ মার্চ মৃত্যুবরণ করেন ওয়ার্ন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তাৎক্ষণিকভাবে জানা যায়, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর আগে তার রুমে কয়েকজন নারীর পদচারণাও ছিল।
লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী ওয়ার্নের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তিনি খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন, যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।
১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।