উচ্চতা নিয়ে সংশয়ে হিমেশ রেশমিয়া। সিনেমা কিংবা গানের কম্পোজিশন নয়, আলোচনা সমালোচনায় বরাবরই থাকেন বলি তারকা হিমেশ রেশমিয়া। তিনি একাধারে সুরকার-গায়ক, সংগীত পরিচালক এবং একজন অভিনেতাও। দেখতেও তিনি কম সুদর্শন নন। কিন্তু শারীরিক উচ্চতার জন্য তিনি প্রায়ই হীনমন্যতায় ভোগেন।
সম্প্রতি, নেটিজেনদের চোখে পড়েছে এই তারকার একটি ভিডিও। স্ত্রীর সাথে বিমানবন্দরেই ক্যামেরায় ধরা পড়েন তারা। আর সেখানেই ঘটলো বিপত্তি। পোজ দিতে গিয়ে উচ্চতার প্রশ্নের সম্মুখীন হলেন হিমেশ রেশমিয়া।
মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল হিমেশ ও তাঁর স্ত্রী সোনিয়া কাপুরকে। বিমানবন্দর চত্বরে গাড়ি থেকে নামতেই ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তাঁরা। ছবিতে যাতে হিমেশকে তাঁর স্ত্রীয়ের থেকে লম্বা লাগে তাই পায়ের পাতা উঁচু করে ঝটপট দাঁড়িয়ে পড়েন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই হাসি ও নিন্দার পাত্র হয়ে উঠেছেন এই বলি-সুরকার।
প্রেমিকা কিংবা স্ত্রী লম্বা হলে যে প্রেমিক বা স্বামীর পক্ষে তালজ্জার কোনও ব্যাপার নয়, আপাতত হিমেশকে সেকথাই মনে করিয়ে দিচ্ছেন নেটপাড়ার বড় একটি অংশ। একজন লিখেছেন, ‘নিকোল কিডম্যানের পাশে দাঁড়িয়ে কোনওদিনও টমক্রুজকে এহেন কাণ্ড করতে দেখা যায়নি।’ অন্য একব্যক্তি আবার লিখেছেন,’টম ক্রুজের মতো মানসিকতা তো আরসবার নয়।’ নজর কেড়েছে আরও একনেটিজেনদের কমেন্টও, ‘ এরকম করার দরকাটাই বা কী? যে যেরকম সেরকমই তো সুন্দর।’
সত্যকে মেনে নিয়ে সত্যের সাথে পথচলার সাহস যোগানোর জন্যেই হিমেশকে এসব মন্তব্য করেছে নেটিজেনরা।