জাপানের স্কুলগুলোতে মেয়েদের পনিটেইল বা ঝুঁটি করে চুল বাঁধা নিষিদ্ধ করা হয়েছে। যুক্তি দেখানো হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল ছেলেদের ‘যৌন উত্তেজনা তৈরি করতে’ পারে। ভাইস ওয়ার্ল্ড নিউজ।
জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলছেন, শিক্ষকদের ভয় এভাবে চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক। পনিটেইল বা ঝুঁটি করে চুল বাঁধা হলো একটি বিখ্যাত স্টাইল। বিশেষ করে জাপানের মঙ্গা আর্টে এটি ব্যাপকভাবে দেখা যায়।
মটোকি সুগিয়ামা আরও বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে—মেয়েরা ঝুঁটি করতে পরে না কারণ এতে তাঁদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা পুরুষকে উত্তেজিত করতে পারে।’
সুগিয়ামা ১১ বছরের শিক্ষকতা জীবনে জাপানের শিজুওকা এলাকার পাঁচটি ভিন্ন স্কুলে পড়িয়েছেন। তিনি জানিয়েছেন, এই পাঁচটি স্কুলের প্রত্যেকটিই মেয়েদের ঝুঁটি করা নিষিদ্ধ করেছে।
সুগিয়ামা বলেন, ‘আমি সর্বদা এ ধরনের নিয়মের সমালোচনা করেছি কিন্তু এই বিষয়ে কঠোর সমালোচনা না থাকায় এটি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে—শিক্ষার্থীদের সেগুলো গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই।’
যদিও এমন কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই যা থেকে জানা যাবে জাপানে ঠিক কতটি স্কুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের চুল রং করা নিষিদ্ধ। তারা তাদের চুল সোজা এবং কালো রাখতে বাধ্য।