গাজীপুরে ফেসবুক মন্তব্যের জেরে দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) রাতে সাড়ে ১১টায় কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন দক্ষিণগাঁও চড়পাড়া এলাকার মৃত আলম হোসেনের, রবিন (১৬) দক্ষিণগাঁও চড়পাড়া গ্রামের হিরণ মিয়ার এবং ফারুক হোসেন একই গ্রামের আলম হোসেনের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, দক্ষিণগাঁও গ্রামের নয়ন সরকারের ছেলে রাব্বি (১৪), মির্জানগর গ্রামের ইসমাইলের ছেলে হৃদয় (১৪), মামুর্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফাহিম ও চর আলী নগর গ্রামের জাহিদ হোসেন (২৮)।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম নাসিম জানান, ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে কয়েকজন হঠাৎ করে এসে স্থানীয়দের ওপর চড়াও হয়।
এসময় ছুরি ও দেশীয় অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে উভয় পক্ষের অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের কয়েকজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম হোসেন (১৮) ও ফারুক হোসেনকে (২৬) মৃত ঘোষণা করেন।
আরেক আহত রবিনকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই এলাকা থেকে ছয়জনকে আটক করে কাপাসিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।