শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে এবারের আসর। যেখানে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা নাসির হোসেন।
ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগকে সামনে রেখে এই কয়দিন ধরে অনুশীলন করে চলেছেন নাসির। নিয়মিত যাওয়া আসা করছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানেই রোববার (১৩ মার্চ) সাংবাদিকদের নাসির জানান, এ টুর্নামেন্টে ভালো কিছু করতে চান তিনি। নাসির এও জানান, তিনি হারার জন্য খেলেন না।
নাসির বলেন, ‘আমি সবখানেই জিততে চাই। যেহেতু আমি খেলোয়াড়, আমি কখনই হারার জন্য খেলি না। ওইটা আমার ব্যক্তিগত জীবন, এটা মাঠের বাইরেই আছে। তাই এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলব।’
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে নাসির হোসেন। তিনি খেলেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সবশেষ আসরেও। খেলার বাইরে থাকা নাসির কি আনফিট? জবাবে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ খেলার জন্য আমি ফিট, মানসিকভাবেও। এটা এমন একটা জায়গা, ব্যাটিংয়ে নামলে মনে হয় না কোনো খেলোয়াড়ের মাথায় অন্য কোনো চিন্তা আসে। বোলিং, ফিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই। এটা আমার পেশাদার জীবন। মানসিক যে কথা বললেন সেটা ব্যক্তিগত জীবন। এটা আর ওটা আমি কখনই এক করি না। এখানে আসলে ওই জিনিস ভুলে যাই, ওখানে গেলে এই জিনিস ভুলে যাই।’
নাসির আরও যোগ করেন, ‘আমি চেষ্টা করি যেখানে খেলি না কেন, পারফর্ম করার জন্য। আমার মতো সব ক্রিকেটারই খেলতে চায় জাতীয় দলে। আমিও খেলতে চাই জাতীয় দলে। কিন্তু এটার একটা প্রসেস আছে, পারফর্ম করেই এই জায়গায় খেলতে হবে। পারফর্ম করার দিকেই ফোকাস বেশি থাকে।’