কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারের অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রূপা দত্ত। এ সময় তার কাছে থেকে প্রায় ৭৫ হাজার রুপি এবং অনেকগুলি মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় কলকাতা বইমেলায় রূপার সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন টহলরত পুলিশকর্মীরা।
দেখা যায়, তিনি বেশ কয়েকটি মানিব্যাগ আবর্জনা স্তূপে ফেলছেন। এ নিয়ে তাকে জেরা করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি রূপা। ওই ঘটনার পরপরই রূপাকে আটক করে কলকাতা পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানায়, পুলিশের কাছে তিনি নিজেকে বলিউডের অভিনেত্রী হিসাবেই দাবি করেন। তার বাড়ি কলকাতার কালীঘাট এলাকায়।
পুলিশ জানায়, রূপার ব্যাগ থেকে টাকাসহ অনেকগুলো মানিব্যাগ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন অভিনেত্রী। বিভিন্ন উচ্চ পর্যায়ের সব অনুষ্ঠানে পকেটমারি করেন বলেও স্বীকার করেন তিনি।
এর পাশাপাশি রূপার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়। তা থেকে পুলিশ জানতে পারে, কবে-কোথায় থেকে কত টাকা হাতিয়েছেন তিনি। সেখানে বইমেলা ছাড়াও কলকাতার অনেক জনবহুল এলাকার নাম পাওয়া যায়। এমনকি ওই ডায়েরিতে খরচের বিবরণ দেওয়া রয়েছে। ডায়েরিতে আরও কয়েকটি তথ্য উঠে আসে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তাও দেখা হচ্ছে।
তবে তার মতো একজন অভিনেত্রী ঠিক কি কারণে এই কাজের সাথে যুক্ত হলেন তা এখনও স্পষ্ট নয়।
রূপার বিরুদ্ধে পকেটমারির অভিযোগে মামলা দায়ের করেছে কলকাতার উত্তর বিধাননগর থানার পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হবে।