মোঃরনি,স্টাফ রিপোর্টারঃ-
বরিশালঃবরিশাল কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামী জহিরুল ইসলামের (২৩) মৃত্যু হয়েছে।
রবিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক।
তিনি আরো জানান, চলতি বছরের ২ ফেব্রুয়ারি জহিরুল ইসলামকে হাজতি হিসাবে কারা কর্তৃপক্ষ বুঝে নেয়। রবিবার সকাল ১০ টায় তিনি হঠাৎ অসুস্থ হলে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার উন্নতি না হলে শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শেবাচিমে ভর্তির কিছুক্ষন পরই দায়িত্বরত চিকিৎসকরা জহিরুলকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া জহিরুল ইসলাম বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার চরফেনুয়া গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
মেহেন্দীগঞ্জের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানিয়েছেন, জহিরুল ইসলাম চর ফেনুয়া গ্রামের বৃদ্ধ দেলোয়ার হোসেন হত্যা মামলার আসামী ছিলেন। মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে খুন হন দেলোয়ার হোসেন।
সিনিয়র জেল সুপার প্রশান্ত বনিক বলেন, হাজতি জহিরুল ইসলাম হত্যা মামলার আসামী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।