একটা ছবি হাজার শব্দের চেয়েও মূল্যবান। নিচের ছবিটি তেমনই একটি ছবি। এতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত বাড়ির সামনে একটি বিড়াল আঁকড়ে ধরে অঝোরে কাঁদছেন এক প্রবীণ ব্যক্তি। প্রায় ৬০ বছর বয়সী এই ব্যক্তির নাম ইহর মাঝায়েভ। রাজধানী কিয়েভের বাসিন্দা তিনি।
চলতি সপ্তাহে রুশ বিমান হামলায় তার পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। প্রিয়তম স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি সবাইকে হারিয়ে এখন একপ্রকার নিঃস্ব তিনি। বেঁচে আছে শুধু পোষা বিড়ালটি। সে-ই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রায় সব কটি শহরে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রুশ বাহিনীর বোমা থেকে বাঁচতে পরিবার নিয়ে রাজধানী কিয়েভ ছেড়ে নিকটস্থ শহর মারহালিভকায় আশ্রয় নেন মাঝায়েভ। কিন্তু পালিয়েও বাঁচাতে পারেননি নিজের পরিবারকে।
শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, মারহালিভকা শহরের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল মাঝায়েভ পরিবার। ওই বাড়ির ওপরই আঘাত হানে রুশ বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। এতে পুরো বাড়িটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝায়েভ বাদে ওই পরিবারের ১২ সদস্যের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মাঝায়েভেরে স্ত্রী, কন্যা, বোন, দুই নাতি ও দুই ভাইঝি।
বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ খুঁড়ে একে একে প্রিয়জনের সবাইকে উদ্ধার করেন মাঝায়েভ। বিড়ালটিকে সেই ধ্বংসাবশেষের নিচে খুঁজে পান তিনি।
ইউক্রেনে রাশিয়ার চলমান ‘বিশেষ সামরিক অভিযান’-এ এখন পর্যন্ত অন্তত ৫৬৪ বেসারমিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯৫৭ জন।