গতকালই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বলে বোল্ড হয়ে ৯৩ রানে প্যাভিলিয়নে ফেরেন অ্যালেক্স ক্যারি। শতক করার আক্ষেপ রয়েই গেল অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষকের। তবে পাকিস্তানের বিপক্ষে পাহাড়সম রান করেছেন সফরকারী অস্ট্রেলিয়া। করাচি টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ৫৫৬ রানে ইনিংসে ঘোষণা করে অজিরা।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫০৫ রান। তৃতীয় দিন শুরুতে মাঠে ঝড় তুলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার ২ চার এবং ৩ ছয়ের বিনিময়ে ৩৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর দলের রান যখন সাড়ে পাঁচ’শ পার হয়, তখনই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এছাড়াও দ্বিতীয় টেস্টের মূল আকর্ষণ ছিলেন উসমান খাজা। তার ১৬০ রানের ইনিংসটি ছিল অসাধারণ। যার ফলে প্যাভিলিয়নে ফেরার পথেও পাকিস্তানের সমর্থকদের সম্মান পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
এটি টেস্টে উপমহাদেশে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান। ১৯৮০ সালের ফয়সালাবাদ টেস্টে ২১১ ওভার ব্যাট করে ৬১৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্টে ২৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক গ্রেগ চ্যাপেল।
এদিকে ক্যারি শতক পূরণ করতে পারতেন দ্বিতীয় দিনেই। তবে দুর্ভাগা ক্যারি হয়েছেন নার্ভাস নাইন্টিনের শিকার। পার্টটাইমার হিসেবে বল তুলে নেওয়া পাক অধিনায়ক বাবর আজম পেয়েছেন ক্যারির উইকেটটি। বাবরের বলে বোল্ড হওয়ার আগে ৭ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন ক্যারি।
পাকিস্তানের পক্ষে সাজিদ খান ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট লাভ করেন। নোমান আলী, বাবর আজম ও হাসান আলী একটি করে উইকেট পেয়েছেন। এই মুহূর্তে ব্যাটিং করতে নেমে চাপে আছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান।