ইউক্রেনের শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন শার্লক হোমস, ডক্টর স্ট্রেঞ্জের অভিনেতা ও অস্কারের জন্য মনোনীত হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে ব্রিটেনের আবাসন সচিব মাইকেল গোভ রোববার (১৩ মার্চ) ইউক্রেন থেকে পালিয়া আসা মানুষকে সহায়তা করতে বিশেষ একটি স্কিম চালু করেন। স্কিম মোতাবেক, একজন ব্রিটিশ চাইলেই তার বাড়ির একটি কক্ষ ইউক্রেনের শরণার্থীকে দিতে পারেন। এমনকি কেউ চাইলে আলাদা ফ্ল্যাটও দিতে পারেন।
মাইকেল গোভের এই স্কিম প্রকাশের পর বাফটা চলচ্চিত্র পুরস্কারের লালগালিচায় সাংবাদিকদের মুখোমুখি হন বেনেডিক্ট। তিনি স্যুটের সঙ্গে ইউক্রেনের পতাকাসংবলিত একটি ব্যাজও পরেন। এ সময় তিনি শরণার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়ান। তার ভাষায়, ‘আশা করছি, একজন শরণার্থীকে আশ্রয় দিতে পারব।’
আরও পড়ুন. না-ফেরার দেশে চলে গেলেন এমিলিও দেলগার্দো
বেনেডিক্ট বলেন, ‘আমাদের সবাইকে যা করতে হবে তা হলো, শরণার্থীসংকট যত বাড়বে, আমাদের রাজনীতিবিদদের ওপর চাপ তত অব্যাহত রাখতে হবে। পুতিন সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। তবে যেকোনো উপায়ে ইউক্রেনের মানুষকে সহায়তা করতে হবে। হতে পারে তা অনুদান কিংবা বাড়ির একটি কক্ষ।’
প্রসঙ্গত, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছে। যুদ্ধ অব্যাহত থাকলে এই সংখ্যা দ্রুত বেড়ে ৪০ লাখ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে পোল্যান্ড। দেশটিতে বর্তমানে ১৬ লাখ ইউক্রেনীয় রয়েছেন।