নারী বিশ্বকাপে বাংলাদেশের কাছে নয় রানে হেরেছে পাকিস্তান। আর এমন হার হজম করা কঠিন বলেছেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ।
বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল পাকিস্তান। তবে শেষ মুহূর্তে ফাহিমা খাতুনের বোলিং তোপে দারুণ জয় পায় বাংলাদেশ। আর এমন হার হতাশার বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ।
ম্যাচে শেষে তিনি বলেন, ‘এই পরাজয় হজম করা কঠিন। মিডল অর্ডারের ব্যাটারদের কিছু বাজে শটের কারণে ম্যাচটি হারতে হয়েছে আমাদের। সিদ্রা আমিন খুবই ভালো খেলছিল, তবে ম্যাচটি শেষ করে না আসতে পেরে সে হতাশ। আমাদের এই রান তাড়া করা উচিত ছিল। কিন্তু বাজে শট সিলেকশনই আমাদের পিছিয়ে দিয়েছে।’
এদিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বিশ্বকাপে আমাদের প্রথম জয় এটি। আমরা আজ ইতিহাস গড়েছি। আমরা এই মোমেন্টার বিশ্বকাপের সামনের ম্যাচগুলোয় ধরে রাখতে চাই।’ বাংলাদেশের জয়ের মূল কারিগর ছিলেন ফাহিমা খাতুন। তিনি নিয়েছেন তিনটি উইকেট।
এদিকে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আসরে প্রথম দুটি ম্যাচ খেলে দুটিতেই হারের মুখ দেখেছিল জ্যোতি-রুমানারা। তবে তৃতীয় ম্যাচে এসে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এই জয়ের ফলে ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপ টেবিলে ছয়ে উঠে এলো বাংলাদেশের মেয়েরা।