দেশের ভোজ্যতেলের অন্যতম সরবরাহকারী ও আমদানিকারক এস আলমের চট্টগ্রামের কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে একটি দল মইজ্জার টেকে এস আলমের ওই মিলে অভিযানে যায়।
মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, অভিযানের সময় কারখানায় পর্যাপ্ত ভোজ্যতেলের মজুদ পাওয়া গেলেও মেশিনারিজ সরানোর কথা বলে তেল পরিশোধন বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ।
তবে তাদের মিলে খোলা সয়াবিন ও পাম তেল সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক ছিল। প্রতিদিন ট্রাকে করে সয়াবিন ও পাম তেল মিলের বাইরে যাচ্ছে।
ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, আগামী দুই দিনের মধ্যে তাদের তেল বোতলজাত প্রক্রিয়া পুনরায় শুরু হবে বলে তাদরকে আশ্বাস দিয়েছে।
অভিযানের সময় সয়াবিন তেলের পাঁচ লিটারের একটি বোতলের গায়ে বাড়তি দাম লেখা দেখতে পেয়েছেন জানিয়ে ফয়েজুল্লাহ বলেন, ওই বোতলের মোড়কে ৮৩৫ টাকা লেখা ছিল। কিন্তু সরকারি হিসেবে হওয়ার কথা ৭৯৫ টাকা।
এদিকে ঢাকার বাজারে ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে টি.কে. গ্রুপের মিলগেটেও অনিয়মের কোনো তথ্য মেলেনি। তবে যাচাই-বাছাই করে বাজারে সংকট তৈরির কোনো তথ্য পেলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সংস্থাটি।