খোন্দকার ইমাম হোসেন,
স্টাফরিপোটারঃ-
বরিশালঃ-বরিশালের হিজলায় ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যানের চালক নিহত হয়েছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারের পশ্চিম পাশে সোমবার দুপুরে এই দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক মহিষখোলা সিনিয়র দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ও মো. ইয়াসিন ও ভ্যানচালক মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের মো. কুদ্দুস।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ভ্যানগাড়িটি কাউরিয়া বাজার থেকে মুলাদীর দিকে যাচ্ছিল।
পথে উল্টো দিক থেকে দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে এটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। আহত ভ্যানচালককে স্থানীয় হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
শারীরিক অবস্থার অবনতি হলে কুদ্দুসকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকেলে তারও মৃত্যু হয়।