ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতির মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে বিরোধী জোট। এর জেরেই বিরোধীদের এক হাত নিলেন ইমরান। রোববার (১৩ মার্চ) এক সভায় তিনি বলেন, আমি আলু বা টমেটোর দাম যাচাই করার জন্য রাজনীতিতে আসিনি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদে একটি রাজনৈতিক সমাবেশে ইমরান খান বলেন, জাতি ‘টাকা দিয়ে আইন প্রণেতাদের বিবেক কেনার’ মাধ্যমে তার সরকারকে পতনের চেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
বর্তমান সরকার ঘোষিত প্রণোদনা শিগগিরই ফল দেবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মেয়াদের বাকি সময়ে পাকিস্তান একটি মহান দেশে পরিণত হতে যাচ্ছে।
রাজনীতি থেকে ব্যক্তিগত কোনো লাভ নেই এবং একজন ব্যক্তি স্বপ্ন দেখতে পারে এমন সবকিছুই তার জীবনে আছে জানিয়ে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ৬৯ বছর বয়সী এই পাক প্রধানমন্ত্রী জানান, ২৫ বছর আগে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের তরুণদের স্বার্থে।
ইমরান খান বলেন, ‘আমি আলু বা টমেটোর দাম জানতে রাজনীতিতে আসিনি। এসেছি দেশের তরুণদের স্বার্থে। আমরা যদি একটি মহান জাতি হতে চাই, আমাদের সত্যকে সমর্থন করতে হবে। এটিই আমি গত ২৫ বছর ধরে প্রচার করে আসছি।’
এদিকে ইমরান খানের বিরুদ্ধে তারই দলের সংসদ সদস্যদের একাংশ অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) নেতা রানা ইহসান আফজাল খান। তার দাবি, বিরোধীরা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব উতরাতে পারবেন না। কারণ, ক্ষমতাসীন দলের ২৬ জন সাংসদ সরকারের বিরুদ্ধে ভোট দিতে ইচ্ছুক।
পিটিআই নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকারের প্রতি লিখিত আবেদনও জানিয়েছেন তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ৩৪২ সদস্যবিশিষ্ট নিম্নকক্ষে উত্থাপিত অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজন ১৭২ ভোট।