ইউক্রেন যুদ্ধে সশরীরে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি এখন রাজধানী কিয়েভের উপকণ্ঠে চেচেন বাহিনীর সঙ্গে অবস্থান করছেন। লড়াইয়ের পরিকল্পনার পাশাপাশি সামনে থেকে যোদ্ধাদের অনুপ্রাণীত করছেন।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে যুদ্ধে যোগ দেওয়ার কথা নিজেই জানান কাদিরভ। ভিডিওটি প্রচার করেছে চেচেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল গ্রোজনিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অন্ধকার ঘরে চেচেন সেনাদের সঙ্গে একটি সামরিক অভিযান নিয়ে আলোচনা করছেন কাদিরভ।
ভিডিওতে কাদিরভ বলেন, ‘অন্য দিন আমরা কিয়েভের নাৎসিদের থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ছিলাম এবং এখন আমরা আরও কাছাকাছি।’ ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনই আত্মসমর্পণ কর, নয়ত জীবন দাও।’ তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের দেখাব যে, রাশিয়ান অনুশীলন বিদেশি তত্ত্ব এবং সামরিক উপদেষ্টাদের সুপারিশের চেয়ে যুদ্ধকে ভালো শেখায়।’
রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রামজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ২৫ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনে তার যোদ্ধাদের পাঠিয়েছেন, যারা রুশ সেনাদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করবে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এই প্রজাতন্ত্রের নেতা রাশিয়ার আক্রমণকে সমর্থন জানিয়ে বলেছিলেন, ইউক্রেনের ওপর হামলা চালানোর যে সিদ্ধান্ত পুতিন নিয়েছেন, তা মস্কোর শত্রুদের ইউক্রেনের মাটি ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর সুযোগ প্রতিহত করবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। সোমবার ১৯ দিনের মতো রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।