রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভলোদিমির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আংকারায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে অভিযানের পর রাশিয়ার কাছ থেকে সম্ভাব্য অস্ত্র কেনা নিয়ে এখন কোনো মন্তব্য করা যাবে না।-খবর রয়টার্সের
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও ন্যাটো মিত্র হিসেবে ইউক্রেনকে সহায়তা করছে তুরস্ক। কিয়েভে ক্রমাগত মানবিক সহায়তা অব্যাহত রেখেছে আংকারা। ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে এখন মন্তব্য করা অপরিপক্কতা হয়ে যাবে। সামনে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তা দেখতে হবে। দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই সম্পর্ক রাখতে হবে আমাদের।
রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্র ক্রয় নিয়ে পশ্চিমা মিত্রদের সমালোচনা সইতে হচ্ছে তুরস্ককে। এরদোগান বলেন, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে তারা বাধ্য হয়েছেন।
এস-৪০০ ব্যবস্থার দ্বিতীয় দফা পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক ও রাশিয়া। আলোচনা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে আংকারা। তবে রাশিয়া থেকে নতুন অস্ত্র ক্রয় নিয়ে ন্যাটো মিত্রকে হুঁশিয়ারি করে দিয়েছে ওয়াশিংটন।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনাকে স্বাগত জানানোর কথা বলেছেন ওলাফ শোলজ। তিনি বলেন, দুপক্ষের বৈঠক থেকে অবশ্যই অস্ত্রবিরতির সিদ্ধান্ত আসতে হবে। আমরা তা নিশ্চিত হতে চাই।