স্টাফ রিপোর্টারঃনগরীতে নির্মান সামগ্রী দিয়ে রাস্তা আটকে রেখে ভবন নির্মানের প্রতিবাদ করায় শিক্ষানবিশ আইনজীবীর উপর হামলার অভিযোগ উঠেছে।
হামলার শিকার আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম সুমন (৩৭) জানান, গত-সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে আছর’র নামজ পরতে যাওয়ার সময় নগরীর ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সৌদি মসজিদ সংলগ্ন সড়কের উপর নির্মান সামগ্রী ও ইট ভাংঙ্গা মেশিন দিয়ে পথ আটকে রাখার কারন জানতে চাইলে তার উপর হামলা চালায় স্থানীয় বোরহান উদ্দিন ম্যানশন ‘র বাসিন্দা জামাই মোঃআলাউদ্দিন হাওলাদার। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে কালাফুলা ও যখম হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে, আলাউদ্দিন জানান, আমি রাস্তা বন্ধ করে কাজ করাইনি। সাইফুল ইসলাম সুমন সম্পর্কে আমার খালাতো শালা তার সাথে কথার কাটাকাটি হয়েছে এটা আমরা পারিবারিকভাবে বসে সমাধান করে নেব।
এঘটনায় বিএমপি’র কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সাইফুল ইসলাম সুমন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ,
( অপরেশন) মোঃআনোয়ার বলেন, বিশেষ কাজে আমি থানার বাহিরে আছি পরে বিষয়টি জেনে জানাতে পারব।