বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে। আমরা সবাই ভোক্তা, একজন ব্যবসায়ীও ভোক্তা। একজন ভোক্তার অধিকার রক্ষায় সবাইকে কাজ করতে হবে।
মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সরকার ভোক্তার অধিকার রক্ষায় আইন করেছে, আইনের কঠোর প্রয়োগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোক্তা সচেতন হলে আইন প্রয়োগ সহজ হয়। বে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীন দেশের সুবিধা সবার জন্য নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন ডিজিটাল সুবিধা ভোগ করছে, সেই ডিজিটাল সুবিধার অনৈতিক সুবিধা যাতে কেউ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আলোচনায় সভাপতিত্ব করেন।