এবার মিয়ানমারের পূর্বাঞ্চলে দমনপীড়নে মেতে উঠেছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অনবরত গোলা বর্ষণ করা হচ্ছে।
দেশটির কায়াহ ও কারেন্নি প্রদেশে মিয়ানমার সেনাদের বর্বর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
মিয়ানমারের সামরিক বাহিনীর দেশটির বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানো এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ আছে আগে থেকেই। এবার দেশটির কায়াহ ও কারেন্নি প্রদেশে মিয়ানমার সেনাদের হামলা চালানোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি।
কারেন প্রদেশে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের মতো জাতিগত নিধন শুরু করেছে বলে দাবি করেছে ফ্রি বার্মা র্যাঞ্জার্স নামের একটি আধাসামরিক সংগঠন।
সম্প্রতি অঞ্ঝলটি ঘুরে এসে সংগঠনটির প্রধান জানিয়েছেন, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সাহায্যে অনবরত গোলা বর্ষণ করা হচ্ছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ অব্স্থা দেখেছি আমি। কায়াহ আর কারেন্নি অঞ্চলে গেল কয়েক বছর ধরেই পরিস্থিতি খারাপ। নির্বিচারে হামলা চালানো হচ্ছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে। এটা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ।
মিয়ানমারে এখনো বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষ অব্যাহত আছে মিয়ানমার সেনাবাহিনীর। জাতিসংঘ জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ৫০ হাজারের বেশি মানুষ সেনা হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন।