ভারতের কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধের আবেদন করে যে পিটিশন দেওয়া হয়েছিল তা খারিজ করে দিয়েছেন দেশটির কর্নাটকের হাইকোর্ট।
হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে জানিয়েছেন দেশটির কর্নাটকের হাইকোর্ট।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রধান বিচারপতি রিতু রাজ অসথি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং জেএম খাজির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে কর্ণাটকে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে যোগ দিলে তাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের এই নির্দেশনার বিরুদ্ধে বিক্ষোভ দেখালে অন্তত ৫৮ জন ছাত্রীকে বরখাস্ত করা হয়। এরপরই ভারতে শুরু হয় হিজাব-বিতর্ক। রাজ্যের বিভিন্ন স্থানে বিষয়টি ছড়িয়ে পড়ে। তরুণ শিক্ষার্থীরা গেরুয়া হিজাব পরতে শুরু করে। এ ঘটনায় পাল্টাপাল্টি আন্দোলন শুরু হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।