নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে চীনে আবার বাড়ছে করোনা সংক্রমণের হার। এর মধ্যে জিলিন প্রদেশে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ অবস্থায় সংক্রমণ কমাতে বেইজিংসহ বেশ কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (১৪ মার্চ) দেশটিতে একদিনে এক হাজার ৩৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গেল দুদিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর মধ্যে জিলিন প্রদেশে শনাক্তের হার সবচেয়ে বেশি।
এ অবস্থায় সংক্রমণ রুখতে দেশটির কয়েকটি শহরের প্রায় এক কোটি ৭০ লাখ লোককে লকডাউনের আওতায় এনেছে দেশটির সরকার। করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখনো চীনের করোনা সংক্রমণ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের তুলনায় অনেক কম হলেও এটাকে বাড়তে না দিতেই লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় লকডাউনের আওতায় থাকা মানুষদের ফের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
২০২০ সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা অতি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি বিভিন্নভাবে নিজের ধরন বদলে তাণ্ডব চালিয়ে এলেও, চীন কঠোর লকডাউনসহ নানান বিধিনিষেধ আরোপের মাধ্যমে তা নিজেদের নিয়ন্ত্রণে রাখছিল। তবে ওমিক্রন ধরনের প্রভাবে তা আবার বাড়তে শুরু করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৫১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৫৭৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৬৭ হাজার ১৫৭ জন।