একের পর এক কোভিডের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে বিশ্বের প্রতিটি দেশ। তবে এখন পৃথিবীতে যে পর্যায়ে কোভিড সংক্রমণ রয়েছে, তাতে এটি এনডেমিক বা সহনীয় পর্যায়ে বলা যায়। কিন্তু তাতেও চিন্তা কমছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানিয়েছেন, ভাইরাস কম গতিতে সংক্রমিত হয়ে মৌসুমি সংক্রমণে পরিণত হলে তাকে এনডেমিক বলা হয়ে থাকে। তিনি বলেন, ‘যদিও এ পরিস্থিতিতেও আমাদের সতর্ক থাকা উচিত।’
কেন এই সতর্কতা প্রয়োজন–এমন প্রশ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এনডেমিক সংক্রমণে লাগাম পরানোর জন্য একাধিক প্রকল্প প্রয়োজন। সংক্রমণ কমা এবং মৃত্যু কমানোর জন্যও কঠোর পদক্ষেপ দরকার। সাবধান না হলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে হু।
এখন নানা দেশে উঠে যাচ্ছে কোভিডবিধি। ক্রমশ শিথিল করা হচ্ছে নানা নিয়ম। বিদেশে আসা-যাওয়ার জন্য় একাধিক দেশে আর প্রয়োজন হচ্ছে না কোভিড পাসের। কমছে মাস্ক পরার নিয়মও। অথচ কোভিডের সঙ্গে যে অন্যান্য শারীরিক সমস্যার যোগ রয়েছে, তা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। লং কোভিডের মতো সমস্যায় ভুগছেন অনেক আক্রান্ত ব্যক্তি। মানসিক অবসাদেরও শিকার হয়েছেন তারা। তাই কোভিড সংক্রমণকে হেলাফেলা করলে ফের বাড়তে পারে সংক্রমণের হার। এমন আশঙ্কা করছেন বিজ্ঞানীরাও।
সে কারণে কোভিডের দাপট কমলেও কোভিডবিধি পালনে জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যারা তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছেন, তাদের জন্যও অতিরিক্ত সতর্ক হতে হবে বলেও বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।