করোনাভাইরাসের নতুন একটি ধরনের দুটি সংক্রমণ নথিভুক্ত করার কথা জানিয়েছে ইসরাইল।
বুধবার (১৬ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, নতুন এই ধরন নিয়ে তারা খুব বেশি একটা উদ্বিগ্ন না।-খবর এনডিটিভির
অতিসংক্রামক ওমিক্রনের দুটি উপ-ধরন বিএ.১ ও বিএ.২ মিলে নতুন এই ধরনটি এসেছে। ইসরাইলের বেন গৌরিয়েন বিমানবন্দরে অবতরণ করা দুই যাত্রীর করোনা পরীক্ষা করার পর এই ধরনটি শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিশ্বের কাছে করোনার এই ধরনটি এখনো অপরিচিত। সংমিশ্রিত ধরনের দুটি সংক্রমণ আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের জ্বর, মাথাব্যথাসহ করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে এ জন্য তাদের বিশেষ কোনো চিকিৎসা নিতে হয়নি।
করোনার নতুন ধরনের ঝুঁকির দিকটি হালকা করে দেখছেন ইসরাইলের মহামারি প্রতিরোধে দায়িত্ব পাওয়া প্রধান কর্মকর্তা সালমান জার্কা। তিনি বলেন, বর্তমান পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে না যে নতুন ধরনটি মারাত্মক কোনো পরিস্থিতির দিকে নিয়ে যাবে।
ইসরাইলের ৯২ লাখ জনসংখ্যার মধ্যে চল্লিশ লাখের বেশি জনকে করোনার টিকার তিনটি ডোজ দেওয়া হয়েছে।