রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেল নিয়ে বিপাকে পড়া যুক্তরাজ্য এবার সৌদির দ্বারস্থ হলো।
বুধবার (১৬ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংযুক্ত আরব আমিরাতে সফর শেষে সৌদি আরবে পৌঁছান বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌদির তেলের উত্পাদন বাড়াতে আলোচনার জন্য এক বৈঠকের কথা রয়েছে তার।
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১৪০ মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। এই বাড়তি দামে লাগাম টানার চেষ্টা চালাচ্ছেন বরিস জনসন।
একই সঙ্গে রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশগুলোর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার পথ খুঁজছেন তিনি।
ইতিপূর্বে পরিস্থিতি সামাল দিতে তেলের জন্য ভেনেজুয়েলার দ্বারস্থ হতে দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে।