পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কিনারে গিয়ে ঠেকেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার।
তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ তিন মিত্র জোট ছেড়ে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। দেশটির ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।
ক্ষমতাসীন জোট থেকে তারা বেরিয়ে গেলে চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া অনাস্থাভোটে বিরোধী শক্তি আরও জোরদার হবে। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় হুম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ দলের চৌধুরী পারভেজ এলাহি এসব কথা বলেন।
জাতীয় পরিষদের নিম্নকক্ষে তার দলের পাঁচ সদস্য রয়েছেন। ইমরান খান সরকারের গুরুত্বপূর্ণ মিত্র বলা হয় তার দলকে। পারভেজ এলাহি বলেন, এখন ইমরান খানের দায়িত্ব ব্যক্তিগতভাবে মিত্রদের সঙ্গে যোগাযোগ করা এবং তার সরকারের জোটে থাকতে তাদের বোঝানো। তিনি শতভাগ সমস্যায় আছেন।
অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটের আয়োজন করতে স্পিকারকে অনুরোধ করেছে দেশটির বিরোধী দলগুলো। চলতি মাসের ২৮-২৯ তারিখের মধ্যে এই ভোট হতে পারে।
পারভেজ এলাহী আরও বলেন, পাঁচ আসনের বেলুচিস্তান আওয়ামী পার্টি ও সাত সদস্যের মুত্তাহিদা কওমি আন্দোলনকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন পক্ষে যাবে। পার্লামেন্টে এই গ্রুপের ১৭টি আসন রয়েছে। জাতীয় পরিষদে ইমরান খানের সাত আসনের সংখ্যাগরিষ্ঠতার অবসান ঘটাতে যা যথেষ্ট।