একটি চিরসবুজ গুল্ম বা ছোট গাছ, যা বাড়ির উদ্যানপালকদের দ্বারা উজ্জ্বল ও ফানেল আকৃতির ফুলের জন্য মূল্যবান।
বিভিন্ন প্রতিষেধক এবং অলংকার হিসেবে ব্যবহার করা হলেও অলিন্ডার আগাগোড়া পুরোটাই বিষাক্ত। উদ্ভিদটির সমস্ত অংশ অত্যন্ত বিষাক্ত এবং কিছু জায়গায় আক্রমণাত্মক বলে মনে করা হয়।
৬-১২ ফুট পর্যন্ত লম্বা অলিন্ডার উদ্ভিদ হলো আঠালো, পরিষ্কার রসযুক্ত ঝোপঝাড় বা গাছ। এর লেদারি ল্যান্স আকৃতির পাতাগুলো হয় গভীর সবুজ।
অলিন্ডার গাছে কার্ডিয়াক গ্লাইকোসাইড, স্যাপোনিন, ডিজিটক্সিজেনিন এবং অন্যান্য অজানা টক্সিনসহ বেশ কয়েকটি বিষাক্ত উপাদান রয়েছে। বিষগুলো গাছের সমস্ত অংশেই পাওয়া যায় এবং গাছের শুকনো অংশ বা সবুজ অংশ বেশি বিষাক্ত।
গাছের যেকোনো অংশের সংস্পর্শে হতে পারে মারাত্মক অসুস্থতা কিংবা ঘটতে পারে মৃত্যুও।
অলিন্ডারের ফানেল আকৃতির ফুলগুলো গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ডালের ডগায় ক্লাস্টারে ফোটে। সেই সঙ্গে সাদা, গোলাপি, লাল বা হলুদের ছায়ায় আসে।