আমতলী(বরগুনা)ঃ-আমতলীতে ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১০১ পাউন্ডের কেক কাটাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল জাতিয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,
শিশু সমাবেশ ও র্যালী, আলোচনা সভা, কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগীতা, সুবিধা বঞ্চিত
শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ, ধর্মীয় উপসনালয় বিশেষ দোয়া, ও আলোকসজ্জা।
সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য
অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় শিশু সমাবেশ ও র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ১০১ পাউন্ডের কেক কাটা হয়।
পরে আমতলীর ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, ওসি একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাডঃ এম মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সামসুদ্দিন সানু প্রমুখ।
এবছর উপজেলার ১৬৭টি প্রাথমিক ৪১টি মাধ্যমিক, ২৯টি মাদরাসা ও ৭টি কলেজে সকাল ১০টা থেকে দুপুর ১ পর্যন্ত নানা কর্মসূচীর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে।