রাশিয়াকে সমর্থন করায় অস্ট্রেলিয়া চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ক্যানবেরা বেইজিংকে সতর্ক করে জানায়, যদি চীন মস্কোকে কোনো সামরিক সহায়তা করে, তাহলে তার জন্য বেইজিংকে শাস্তি দিতে মিত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এর একটি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, চীন যদি ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের সমর্থন করে, তাহলে তাদের এর পরিণামের মুখোমুখি হতে হবে। রাশিয়াকে সমর্থন করার বিষয়টিকে একটি ’ঘৃণ্য’ পদক্ষেপ উল্লেখ করে তিনি বেইজিংয়ের ওপর নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন।
চলমান রাশিয়ান হামলার নিন্দা করতে অস্বীকার করার কারণে চীনের জন্য কোনো শাস্তির ব্যবস্থা আছে কি না, সে বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া মিত্র দেশগুলোর পাশাপাশি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
বুধবার (১৬ মার্চ) তিনি বলেন, আমরা এ বিষয়ে আমাদের অংশীদার এবং মিত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে কিছু খুব স্পষ্ট বিবৃতি দিয়েছে। আমরা সেই বিবৃতিগুলোকে সমর্থন করি।
এসময় তিনি পুরো বিশ্বকে ইউক্রেনে রাশিয়ার এ ভয়াবহ সহিংসতা ও আগ্রাসনের অবসানের আহ্বান জানান।
বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক খুব স্বচ্ছ হওয়ার বিষয়ে মরিসন যুক্তি দেন। ‘এ বৈশ্বিক সংকটের সময় চীনের রাশিয়া একটি অর্থনৈতিক লাইফলাইন প্রদানের করা’ এবং ‘সম্ভাব্যভাবে রাশিয়াকে সামরিক সমর্থন দেওয়ার জন্য চীন আলোচনা করে থাকার’ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, যদি চীন রাশিয়াকে সামরিক সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করে থাকে, তাহলে সেই একটি জঘন্য বিষয় হবে।