ঝালকাঠিতে ৬শত পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ মার্চ)সন্ধ্যায় পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মাইনুদ্দিনের নেতৃত্বে তাকে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। আটক নারী সাবরিনা (২২) শহরের কাঁসারীপট্টী এলাকার নজরুল ইসলাম হাওলাদারের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে সাবরিনাকে ছয়শত ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা করা হয়েছে। তিনি বলেন, আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।