পটুয়াখালীঃ-পটুয়াখালীর বাউফলে ট্রলির চাপায় শিল্পী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টার দিকে ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে রিকশাযোগে বাহেরচর বাজারে যাচ্ছিলেন শিল্পী বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রলি তার রিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ছেলের সামনে প্রাণ হারান শিল্পী।
নিহত শিল্পী আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক দুলাল ফরাজীর স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।
কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আবু হাসান মীরন বলেন, এসব অবৈধ ট্রলির কারণে সড়কে একের পর এক প্রাণ যাচ্ছে। অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। গভীর রাতে একটি নির্দিষ্ট সময় এসব ট্রলিতে ইট, বালু পরিবহণ করা হলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমে যাবে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।