কারও ভাষণের জন্য দেশ স্বাধীন হয়নি, তার জন্য রক্ত দেয়া লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১৮ মার্চ) পবিত্র শবে বরাত উপলক্ষে নয়া পল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি বলেন, মার্চ মাস মানেই জিয়াউর রহমান।
এসময় রক্ত যা দেয়ার তা স্বাধীনতার জন্য দিয়েছি, এমন মন্তব্য করে তিনি যারা এখনো রক্ত নিতে চায় তদের প্রতিহত করার আহবান জানান।
তিনি অভিযোগ করেন, ১৪ বছরে দেশ থেকে ১০ লক্ষ কোটি টাকা পাচার করেছে লুটপাটকারীরা। এই লুটপাটের জন্য বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে কমেনা বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১৪ বছর যাবত দেশে সব কিছুর দাম বাড়ছে কিন্তু মানুষের দাম শুধুই কমেছে, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে।
উচ্চ আয়ের দেশের তুলনায় বাংলাদেশে খাবারের খরচ সবচেয়ে বেশি বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশটাকে রসাতলে নিয়ে গেছে।
আসল ব্যবসায়ীরা করোনার সময় ভর্তুকি পায়নি এমন অভিযোগ তুলে তিনি বলেন, ভর্তুকি পেয়েছে আওয়ামী লীগের লোকেরা।
ভারতীয় কূটনীতিকদের আওয়ামী লীগের সাথে চলাফেরা দেখলেই বোঝা যায় দেশরা জয়েন্ট ভেঞ্চারে চলছে, একসাথে তারা বাংলাদেশকে লুটে খাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী দলগুলো না চাইলে সরকার ক্ষমতায় থাকতে পারেনা, তাই তাদেরকে সিদ্ধান্ত নিতে আহবান জানান তিনি।
বর্ডার গার্ডের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে গয়েশ্বর চন্দ্র বলেন, প্রশ্ন আছে তারা দাড়িয়ে দাড়িয়ে বাংলাদেশের মানুষের গুলি খাওয়া দেখে, এর চেয়ে চৌকিদারই ভালো তারাও বর্ডারে দাঁড়িয়ে থাকতে পারবে।
এই সরকারকে হঠানো প্রয়োজন, খালেদা জিয়া মুক্ত হলেই মুক্ত হবে বাংলাদেশ, এমন মন্তব্য করে তিনি দলের নেতাদের প্রস্তুত থাকতে আহবান জানান।