ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার পঞ্চম জেনারেল নিহত হয়েছেন। কিয়েভের সামরিক বাহিনীর হাইকমান্ড এমন দাবি করেছে।
ব্রিটিশ ট্যাবলয়েড মিররের খবর বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ জেনারেলদের একজন লেফটেন্যান্ট জেনারেল অ্যান্ডেই মোর্ডভিচেভ নিহত হয়েছেন। ক্রেমলিনের দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার অষ্টম অল-মিলিটারি আর্মির দায়িত্বে ছিলেন তিনি।
এর আগে আরও কয়েকজন রুশ জেনারেল নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। তবে এসব মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত করেনি মস্কো।
কিয়েভের আর্মি জেনারেল স্টাফ জানিয়েছে, শত্রু বাহিনীর ওপর ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর নিক্ষেপ করা গোলায় অষ্টম অল-মিলিটারি আর্মির কমান্ডার অ্যান্ডেই মোর্ডভিচেভ নিহত হয়েছেন।
তবে কোথায় তিনি নিহত হয়েছেন, ইউক্রেনের বিবৃতিতে তা পরিষ্কার করা হয়নি। অন্য সূত্র থেকে পাওয়া খবর বলছে, খেরসন অঞ্চলের চোরোনোবাইভকা গ্রামে তিনি নিহত হয়েছেন।
ইউক্রেন জানিয়েছে, বেলারুশের গোমেল শহরের হাসপাতালগুলো আহত রুশ সেনায় ভরে গেছে। সেনাদের চিকিৎসায় সেখানে সামরিক বাহিনী রাত-দিন কাজ করছে।
সামরিক অভিযানের প্রথম তিন সপ্তাহে ১৪ হাজার রুশ সেনা নিহত ও ২১ হাজার আহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এছাড়াও রাশিয়ার এক হাজার ৪৭০টি সাঁজোয়া যান, ৬০টি ট্যাংক ও শতাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারসহ বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।