গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির একটি চৌকস টিম ১৭ মার্চ ২০২২ খ্রিঃ ০০:৩০ টায় নগরীর কাউনিয়া থানাধীন ০৭নং ওয়ার্ডের ভাটিখানা রোডস্থ কাজীবাড়ী মসজিদের দক্ষিণ পাশে “মেসার্স তুবা স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় সজল ওরফে সাজন গাজী (৩০), পিতা- মৃত কামরুল গাজী, মাতা- মোসাঃ কমলা বেগম, সাং- পশ্চিম কাউনিয়া, খানপাড় সড়ক, কোকনাট বস্তি, ০১নং ওয়ার্র্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল ও আঃ জলিল খান (৩২), পিতা- মোঃ মোসলেম উদ্দিন খান, মাতা- মোসাঃ রহিমা বেগম, সাং- জনৈক ছলেম উদ্দিন হাওলাদার এর বাসার ভাড়াটিয়া, পশ্চিম কাউনিয়া, আল-মামুর জামে মসজিদ সড়ক, ০১নং ওয়ার্র্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল (ভাসমান)দ্বয়কে ১০০ পিস ইয়াবা সহ আটক করেন।
আসামী সজল ওরফে সাজন গাজীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
কাউনিয়া থানার (ওসি) মোঃ মুকুল হোসেন একুশে বিডি কে বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।